ঢাকায় ঢুকতে ও বের হতে লাগবে ‘মুভমেন্ট পাশ’ – আবেদন পদ্ধতি

ঢাকায় ঢুকতে এবং ঢাকা থেকে বের হতে মুভমেন্ট পাশ লাগবে।

আগামীকাল বুধবার থেকে ঢাকা থেকে বের হতে এবং ঢাকায় ঢুকতে হলে মুভমেন্ট পাস নিতে হবে। তবে অনলাইনেই এই পাস সংগ্রহ করা যাবে।

করোনাভাইরাসের কারণে চলমান পরিস্থিতি বিবেচনায় বাংলাদেশ পুলিশ অনলাইনে আবেদন করলে যথোপযুক্ত কারণ দেখিয়ে বাইরে যাবার অনুমতি দিচ্ছে। অনলাইনে আবেদন করতে হবে https://movementpass.police.gov.bd এই ঠিকানায় গিয়ে।

মুভমেন্ট পাশ

Movement Pass

মুভমেন্ট পাস

এই লিংকে ঢুকে মুভমেন্ট পাস ক্লিক করে নিজের মোবাইল নাম্বারটি দিতে হবে। তাহলে সেই মোবাইল নাম্বারে একটি ওটিপি চলে যাবে। ওটিপি প্রবেশ করালে আপনি পাস এর জন্য আবেদন করতে পারবেন।

জানতে চাইলে পুলিশ সদর দপ্তরের সহকারী মহাপরিদর্শক (গণমাধ্যম) মো. সোহেল রানা চ্যানেল আই অনলাইনকে বলেন, ‘মুভমেন্ট পাসটি এখনও প্রক্রিয়াধীন এবং পরীক্ষার মধ্যে রয়েছে।’

‘শুরুতে আমরা মুভমেন্ট পাসটি ইউনিট পুলিশ কমান্ডারদের (পরীক্ষার জন্য) চেষ্টা করার জন্য এবং সুপারিশ করার জন্য প্রকাশ করেছি। আমরা বিষয়টি নিয়ে দ্রুত উন্নতির জন্য কাজ করছি। যদি এটি প্রস্তুত হয়, আমরা শীঘ্রই এটি চালু করব এবং শীঘ্রই বিষয়টি সম্পর্কে সংবাদ সম্মেলন করে জানানো হবে’।

পুলিশ সদর দপ্তরের উপমহাপরিদর্শক (ডিআইজি) পদবীর এক ঊর্ধ্বতন কর্মকর্তা চ্যানেল আই অনলাইনকে বলেন, ‘‘সারাদেশে চলমান লকডাউন পরিস্থিতিতে যারা জরুরি প্রয়োজনে ঘর থেকে বের হচ্ছেন, তারা যেন পথিমধ্যে কোনও ধরনের হয়রানির শিকার না হন, সেজন্যই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এছাড়াও যেসব কার্যক্রম লকডাউন পরিস্থিতির আওতামুক্ত আছে, এসব কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্টদের চলাচলে সুবিধার জন্য ‘মুভমেন্ট পাস’ চালু করা হচ্ছে।’’

মুভমেন্ট পাশ

মুভমেন্ট পাস আবেদন

মুভমেন্ট পাস এর জন্য যেসব তথ্য লাগবে সেগুলো হলো:

১. যে থানা এলাকা থেকে যাবেন
২. যে থানা এলাকায় যাবেন
৩. আবেদনকারীর নাম
৪. লিঙ্গ
৫. বয়স
৬. ভ্রমণের কারণ
৭. পাস ব্যবহারের তারিখ ও সময়
৮. পাশের মেয়াদ শেষের তারিখ ও সময়
৯. পরিচয় পত্র
১০. নিজস্ব গাড়ি কিনা
১১. আবেদনকারীর ছবি

যে সব কারণ বিবেচনায় মুভমেন্ট পাস দেওয়া হবে সেগুলো হলো:

১. মুদি মালামাল কেনাকাটা
২. কাঁচা বাজার
৩. ঔষধ ক্রয়
৪. চিকিৎসা
৫. চাকরি
৬. কৃষিকাজ
৭. পণ্য পরিবহন
৮. পণ্য সরবরাহ
৯. ত্রাণ বিতরণ
১০. পাইকারি/খুচরা ক্রয়
১১. পর্যটন
১২. মৃতদেহ সৎকার
১৩. ব্যবসা
১৪. অন্যান্য

পরিচয় পত্র হিসেবে যেগুলো ব্যবহার করা যাবে?

১. জাতীয় পরিচয় পত্র
২. ড্রাইভিং লাইসেন্স
৩. পাসপোর্ট
৪. জন্ম নিবন্ধন
৫. স্টুডেন্ট আইডি

ঢাকায় প্রতিবার যাতায়াতের জন্য পাস নিতে হবে, একটি পাস একবার ব্যবহারযোগ্য। যাওয়া এবং আসার জন্য দুইটি আলাদা পাসের আবেদন করতে হবে। অনলাইনে আবেদন করে অনলাইনেই পাস পেয়ে যাবেন আবেদনকারী।

Recommended For You

About the Author: Desk Job